এই গান মনের খাতাতে লিখে দিয়ে যায় লিরিক্স এবং ভুল বুঝে কতদিন দূরে সরে থাকবে lyrics — এই গানের প্রতিটি শব্দ যেন একেকটি না বলা কষ্ট আর চাপা ভালোবাসার প্রতিধ্বনি। প্রেমের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি ও ফিরে পাওয়ার আশা ফুটে উঠেছে এর ছন্দে। যারা হৃদয়ছোঁয়া বাংলা গানের লিরিক্স খুঁজছেন, তাদের জন্য এটি এক নিখুঁত সংযোগ। এখানে পাবেন গানটির সম্পূর্ণ কথাগুলো পরিষ্কার বাংলায় উপস্থাপিত।
Ei gaan moner khatate Song Lyrics in Bangla
লা লা লা লা লা লা লা লা
এই গান মনের খাতাতে
লিখে দিয়ে যাই…
এই প্রেম অমর করে তাই
রেখে যেতে চাই…
জীবনের কাছে বলি বারে বারে।।
জীবনের কাছে বলি বারে বারে
তুমি নাও না বুঝে, এই সুরের ভাষা
আমি শুধুই তোমার।
এই গান মনের খাতাতে
লিখে দিয়ে যাই…
এই প্রেম অমর করে তাই
রেখে যেতে চাই…
ভুল বুঝে কত দিন
দুরে সরে থাকবে;
কবে কাছে এসে বলো
এ জ্বালা জুড়াবে।।
ভুল বুঝে কত দিন
দুরে সরে থাকবে;
কবে কাছে এসে বলো
এ জ্বালা জুড়াবে।।
এই গানের সেই বেদনা
এই গানের সেই বেদনা।।
মুছে দিতে চাই
এই গান মনের খাতাতে
লিখে দিয়ে যাই
এই প্রেম অমর করে তাই
রেখে যেতে চাই
অভাগা কপাল তবু
এতো কেনো আশা;
চাতকের মতো মন,
চায় ভালবাসা।।
অভাগা কপাল তবু
এতো কেনো আশা;
চাতকের মতো মন,
চায় ভালবাসা।।
সেই বাসনা গানের কথায়।।
সেই বাসনা গানের কথায়।।
তোমায় বলে যাই
এই গান মনের খাতাতে
লিখে দিয়ে যাই
এই প্রেম অমর করে তাই
রেখে যেতে চাই
জীবনের কাছে,
বলি বারে বারে।।
জীবনের কাছে,
বলি বারে বারে।।
তুমি নাও না বুঝে
এই সুরের ভাষা
আমি শুধুই তোমার।