তুই ছুলি যখন তোরই হলো এ মন লিরিক্স বাংলা অর্থসহ

তুই ছুলি যখন তোরই হলো এ মন লিরিক্স এবং তুই ছুঁলি যখন lyrics— এই গান দুটি প্রেমের সেই মোহময় মুহূর্তকে স্মরণ করিয়ে দেয়, যখন প্রথম ছোঁয়া বদলে দেয় জীবনের অনুভব। আর তুই হাসলি যখন লিরিক্স গানে মিশে আছে ভালোবাসার নিঃশব্দ স্বীকৃতি। এই পেজে আপনি পাবেন গানগুলোর সঠিক ও সম্পূর্ণ লিরিক্স সহজ বাংলায়, যেন প্রতিটি লাইন ছুঁয়ে যায় আপনার হৃদয়। প্রেম, অনুভূতি আর স্নিগ্ধতার গভীরতায় ভরপুর এই গানের কথাগুলো একবার পড়লেই মন হারাবে।

Tui Chunli Jokhon Lyrics in Bangla

তুই হাসলি যখন
তোরই হলো এ মন
তুই ছুঁলি যখন
তোরই হলো এ মন

দু’চোখে আঁকছে শীত
বাহারি ডাক টিকিট
দু’চোখে আঁকলো শীত
বাহারি ডাক টিকিট

আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন
তুই ছুঁলি যখন
তোরই হলো এ মন

ইতি – উতি কার্নিশে
আলো ছায়া যায় মিশে
চলো না কুড়বো আবার
এলোমেলো চেনা রোদে
বসন্ত যায় যায় যায় জুটে
ভালোবেসে জীবন কাবার

গুড়ো গুড়ো করিডোরে
চুপিসারে পাতা উড়ে
আজ বাতাস ও মাতাল
বেপরোয়া হাফ ছুটি
মাখাচ্ছে খুন সুটি, খুনসুটি
ভালোবাসে উথাল পাথাল

এতো কথা বলি যাকে
চিনি আমি চিনি তাকে
এতো কথা বলি যাকে
চিনি আমি চিনি তাকে

চোখে চোখে কথোপকথন
তুই ছুঁলি যখন
তোরই হলো এ মন
হুম… তুই হাসলি যখন
তোর ই হলো এ মন

দুচোখে আঁকছে শীত
বাহারি ডাক টিকিট
দুচোখে আঁকলো শীত
বাহারি ডাককিট

আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন

তুই ছুঁলি যখন
তোরই হলো এ মন

Leave a Comment